ইউট্যাবের সভায় সালাউদ্দিন ---- বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণ আরো বৃদ্ধি করা দরকার

???? “চব্বিশোওর বাংলাদেশে: তারুণ্যের ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান”
ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর আয়োজনে ২৩ অক্টোবর ২০২৫  জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সেমিনার।
এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সালাহউদ্দিন আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অধ্যাপক ড. আ. ফ. ম. ইউসুফ হায়দার, সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ড. মোঃ মোর্শেদ হাসান খান, মহাসচিব, ইউট্যাব।
সভায় সভাপতিত্ব করছেন অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম, প্রেসিডেন্ট, ইউট্যাব।                                     
???? তরুণ প্রজন্মের শিক্ষা, কর্মসংস্থান ও জাতীয় অগ্রযাত্রা নিয়ে গঠনমূলক আলোচনা হয় এ সেমিনারে। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় শুধু সার্টিফিকেট বিতরণ করবে না একটি বিশ্ববিদ্যালয়কে অবশ্যই গবেষণামুখি হতে হবে। সোনালী আশ পাট নিয়ে গবেষণা হয়েছে কিন্তু এর ফলাফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার বিষয়ে সরকারের কোন উদ্যোগ দেখিনা। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে গবেষণার কোন বিকল্প নাই। ইউট্যাব সভাপতি প্রফেসর ডক্টর ওবায়দুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অতীতেও গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন আগামী দিনেও গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষার তাগিদে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা অবদান রাখবেন বলে তিনি বিশ্বাস করেন।
 
                 
                                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                .jpg) 
                                 
                                 
                                 
        


