ধর্ম মন্ত্রণালয়ের নতুন সচিব কামাল উদ্দিনকে বাংলাদেশ উন্নয়ন সোসাইটির অভিনন্দন

পরিকল্পনা মন্ত্রণালয়ের আই এম ই ডি সচিব কামাল উদ্দিন ধর্ম মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে পদায়ন লাভ করায় বাংলাদেশ উন্নয়ন সোসাইটির সভাপতি ডাক্তার মোহাম্মদ আবু তোহা ও সাধারণ সম্পাদক জাকির হোসেন খান এক বিবৃতিতে তাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মো কামাল উদ্দিন বিগত সরকারের পুরা সময়ে মারাত্মকভাবে বঞ্চিত ছিলেন। প্রশাসন ক্যাডারের ১১ ব্যাচের এই কর্মকর্তাকে বিগত সরকার কোন ধরনের পদোন্নতি প্রদান না করে পদে পদে তাকে হয়রানি করেছিল। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর তাকে অতিরিক্ত সচিব হিসেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে পদায়ন করা হয়। বিগত সরকারের সময় প্রভাবশালী ব্যক্তিবর্গ বহু সরকারি জমি দখল করে রেখেছিল। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে তিনি প্রভাবশালী ব্যক্তিবর্গের হাত থেকে সরকারি সম্পত্তি দখল মুক্ত করার কাজে সাহসী পদক্ষেপ গ্রহণ করেন। সচিব পদে পদোন্নতি পেয়ে পরিকল্পনা মন্ত্রণালয় আই এম ই ডি বিভাগের পক্ষ থেকে বিগত সরকারের সময়ে বিভিন্ন প্রকল্প নিয়ে যে দুর্নীতি সম্পন্ন করা হয়েছিল সেগুলোর তদন্ত করার বিষয়ে তিনি বাস্তব ভিত্তিক পদক্ষেপ অনুগ্রহ করেন। প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মতে কামাল উদ্দিন আই এম ই ডি সচিব হিসেবে অত্যান্ত দক্ষতার পরিচয় দিয়েছেন, বিসিএস প্রশাসন কর্মকর্তাদের মতে সচিব কামাল উদ্দিন অত্যান্ত যোগ্য ও মেধাবী কর্মকর্তা হিসেবে সকলের কাছে পরিচিত। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নতুন সচিব ধর্ম মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে অত্যান্ত সফল এবং সার্থক হবেন। নেতৃবৃন্দ তার উত্তরোত্তর সাফল্য ও মঙ্গল কামনা করেন।
 
                 
                                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                .jpg) 
                                 
                                 
                                 
        


