শাবিপ্রবির বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর রহিমের মৃত্যুতে বাংলাদেশ উন্নয়ন সোসাইটির শোক

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান ও আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক এবং সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রহিম গত ৭ অক্টোবর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ইন্না ---রাজিউন। তার মৃত্যুতে বাংলাদেশ উন্নয়ন সোসাইটির সভাপতি ডাক্তার মোহাম্মদ আবু তোহা, সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, সহ-সভাপতি মুসা মল্লিক এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এদিকে ডক্টর আব্দুর রহিমের মৃত্যুতে আধুনিক ভাষা ইনস্টিটিউটের পক্ষ থেকে ২০ অক্টোবর একটি শোক সভার আয়োজন করা হয়। শোক সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য, আধুনিক ভাষা ইনস্টিটিউট, বাংলা বিভাগ সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। শোক সভায় ডক্টর আব্দুর রহিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ প্রতিষ্ঠায় তার অবদানের কথা স্মরণ করা হয়। উল্লেখ্য ডক্টর আব্দুর রহিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং শহীদ সালাম বরকত হলের আবাসিক ছাত্র ছিলেন। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ঢাকা মহানগর শাখার সভাপতি মোঃ আবু তোহা ও সাধারণ সম্পাদক এরশাদ হোসেন খান এক বিবৃতিতে ডক্টর আব্দুর রহিমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
 
                 
                                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                .jpg) 
                                 
                                 
                                 
        


