বিগত ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রামে মৎস্যজীবী দলের নেতাকর্মীদের ভূমিকা রয়েছে ------অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন

জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পক্ষ থেকে ২১ নভেম্বর সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দলের আহবায়ক আমির হোসেন আমিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। এতে বক্তৃতা করেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম কেন্দ্রীয় নেতা প্রিন্সিপাল সেলিম হোসেন, জাকির হোসেন খান, শাহ আলম, সোহেল রানা, বাকি বিল্লাহ, ওমর ফারুক ও মমিন পাটোয়ারী সহ মৎস্যজীবী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন বিগত ফ্যাসিস্ট হাসিনার দুঃ শাসনের বিরুদ্ধে বিএনপির অঙ্গ সংগঠন হিসেবে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ভূমিকা রেখেছিলেন। আগামী দিনে দেশের যেকোনো সংকটে বিএনপি'র অঙ্গসংগঠন হিসেবে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে লড়াই চালিয়ে যেতে হবে। তিনি আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে ভোটে জয়যুক্ত করার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধে তার অবদানের কথা গভীরভাবে স্মরণ করেন। মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আব্দুর রহিম বলেন, মৎস্যজীবী দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা সারা দেশে বিগত দিনের স্বৈরাচারী শাসনের অবসানের জন্য ত্যাগ স্বীকার করে গেছেন। মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক জাকির হোসেন খান বলেন, মৎস্যজীবী দলের কার্যক্রমকে আরো শক্তিশালী ও বেগবান করার জন্য ত্যাগী নেতা আব্দুর রহিমকে সভাপতি করে একটি কেন্দ্রীয় কমিটি গঠন করার জোর দাবি জানান। প্রধান অতিথি সহ সকল নেতৃবৃন্দ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মরহুম মাহাতাবের রুহের মাগফেরাত কামনা করেন।




