দেশের বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে জাতীয় নাগরিক জোটের সমাবেশ অনুষ্ঠিত

দেশের সমুদ্র বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে ২১ নভেম্বর সকাল ১০ টায় জাতীয় নাগরিক জোটের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গ্রীন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ফারুক হোসেন ও বাংলাদেশ উন্নয়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাক্তার আবু তোহা প্রমুখ।সভাপতির বক্তব্য দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন বলেন বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশের ব্যাংক বীমা ধ্বংস করে গেছেন, খাল বিল নদী নালা সবকিছুই দখল হয়ে গেছে। বর্তমান সরকার অন্তবর্তী কালীন হলেও তারা দেশের বন্দর বিদেশীদের হাতে ইজারা দিয়ে যাচ্ছেন এতে করে বন্দরের যেমন ক্ষতি হচ্ছে তেমনি দেশের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। বাংলাদেশ উন্নয়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাক্তার মোহাম্মদ আবু তোহা বলেন বিগত সরকারের সময় মুষ্টিমেয় কিছু সংখ্যক লোক অজস্র টাকার মালিক হয়েছেন অথচ দেশের বেশিরভাগ মানুষ দরিদ্র হয়েছেন। কিছু লোক ব্যাংক লুট করেছেন এবং বীমা খাত ধ্বংস করেছেন টাকা বিদেশে পাচার করেছেন এর ফলে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে জনজীবনে দারিদ্রতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। স্বাধীনতার পর থেকেই দেশের নদী খাল বিল দখল ও পাল্টা দখল হয়েছে নদী হয়ে গেছে সরু খালে এর ফলে পরিবেশ ধ্বংস হয়ে গেছে। কৃষি জমি কমে গিয়ে শুধুমাত্র শিল্প কলকারখানা তৈরি করা হচ্ছে সেখানে পরিবেশের কোন নিয়ম কানুনের অস্তিত্ব নাই। দেশের ভবিষ্যৎ রক্ষা করতে হলে বর্তমানে দেশের সকল নদী বন্দর রক্ষা করতে হবে এবং সমুদ্র বন্দর রক্ষা করতে হবে এতে করে দেশের ব্যবসা-বাণিজ্য উন্নতি হবে মানুষের সামগ্রিক কল্যাণ সাধিত হবে।




