যশোরের শ্যামনগরে ধানের শীষের পক্ষে বিশাল প্রচার সভা

যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের শ্যামনগর গ্রামে বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে এক বিশাল প্রচার সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর ২০২৫ বিকাল পাঁচটায় শ্যামনগরে অনুষ্ঠিত এই প্রচার সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজে,,লা বিএনপি'র সহ-সভাপতি রবিউল ইসলাম রবি চেয়ারম্যান। সভাপতিত্ব করেন কাশিমপুর ইউনিয়ন বিএনপি'র উপদেষ্টা আবু সালেহ খোকন। এ সময় উপস্থিত ছিলেন কাশিমপুর ইউনিয়ন বিএনপির নেতা বীর মুক্তিযোদ্ধা সরোয়ার হোসেন, আবু খায়ের, নিজামুদ্দিন, আনসার আলী, জিলকত মিয়া, যুবদল নেতা তানভীর রায়হান তুহিন, আবুল কাশেম, রবিউল ইসলাম, ছাত্রনেতা পিকুল হোসেন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে যশোর সদর উপজেলা বিএনপি'র সহ-সভাপতি রবিউল ইসলাম রবি বলেন, বিগত দিনে যশোরের যে উন্নয়ন সাধিত হয়েছে সেটি সম্ভব হয়েছে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অবদানের কারণে। তারই সুযোগ্য উত্তরসূরী বিএনপি খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত যশোর ৩ আসনে ধানের শীষ নিয়ে জাতীয় সংসদের নির্বাচন করবেন। এটি যশোরবাসীর জন্য একটি সৌভাগ্য কারণ ইতিপূর্বে যে উন্নয়ন আর অগ্রগতি সাধিত হয়েছিল সেই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আগামী নির্বাচনে জননেতা অনিন্দ্য ইসলাম অমিতের ধানের শীষের বিকল্প নাই। সভাপতির বক্তব্যে কাশিমপুর ইউনিয়ন বিএনপি'র উপদেষ্টা আবু সালেহ খোকন বলেন, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সুযোগ্য পুত্র অনিন্দ্য ইসলাম অমিত বিগত ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে গেছেন বিপদে-আপদে কর্মীদের পাশে থেকে সাহস যুগিয়েছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এইরকম একজন জনদরদি ও মানব প্রেমিক নেতা কে জাতীয় সংসদে সংসদ সদস্য নির্বাচিত করতে পারলে সাধারণ খেটে খাওয়া মানুষের কল্যাণ হবে এবং যশোরের স্কুল কলেজ , মাদ্রাসা সহ রাস্তাঘাট ও এলাকার সকল ধরনের উন্নয়ন সাধিত হবে।




