যশোরের শ্যামনগরে তোহা ফাউন্ডেশনের পক্ষ থেকে গাছের চারা বিতরণ

সমাজকল্যাণমূলক সংগঠন তোহা ফাউন্ডেশনের পক্ষ থেকে পরিবেশ সংরক্ষণ জলবায়ু পরিবর্তন ও পুষ্টির স্বল্পতা দূর করার লক্ষ্যে ৭ই নভেম্বর বিকাল তিনটায় যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের শ্যামনগর গ্রামে বনজ, ফলজ ও ঔষধি বৃক্ষের সারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণমূলক সংগঠন তোহা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ডাক্তার মোঃ আবু তোহা, কাশিমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ আবুল কাশেম, তোহা ফাউন্ডেশনের কর্মকর্তা লাভলু মিয়া, জুয়েল মিয়া, সবুজ, মাহমুদ হাসান প্রমুখ। গাছের চারা বিতরণ কালে তোহা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ আবু তোহা বলেন, দেশে যেভাবে পরিবেশ দূষণ হচ্ছে তাতে আগামী দিনে বড় ধরনের সংকট হতে চলছে। জলবায়ু পরিবর্তনের ফলে দেশের নদ নদী ক্রমেই শুকিয়ে যাচ্ছে। পুষ্টি স্বল্পতার কারণে শিশুদের অনেক ধরনের রোগের সৃষ্টি হচ্ছে। সেই কারণে প্রত্যেকের বাড়ির আঙিনায় কোন পতিতো জায়গা না রেখে সেখানে বনজ,ফলদ ও ঔষধি গাছের চারা লাগাতে হবে এতে করে পরিবেশের সুরক্ষা হবে এবং পুষ্টির চাহিদা মেটানো যাবে। আমরা যদি প্রত্যেকে বাড়ির আঙ্গিনায় ফলদ গাছের চারা রোপণ করি তাহলে আমাদের পরিবারের জন্য ফল কেনা লাগবে না।আমরা দেশি ফল খাবো এতে পুষ্টি বেশি থাকে। আমাদের বিদেশ থেকে কোন ফল আমদানির দরকার পড়বে না।




