স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে জিয়া সৈনিক দল সহ বিভিন্ন সংগঠনের পুষ্প স্তবক অর্পণ

আধুনিক বাংলাদেশের রুপকার স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৯ জানুয়ারি সকাল দশটায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্প স্তবক অর্পণ করেন জিয়া সৈনিক দল সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আশরাফুর রহমান ও সাধারণ সম্পাদক আবু তোহার নেতৃত্বে পুষ্প স্তবক অর্পণ করা হয়। এছাড়াও পুষ্প স্তবক অর্পণ করেন জিয়া সংসদের সহ-সভাপতি শওকত আলি মামুন, জিয়া সংসদের নেতা মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা মাহফুজুর রহমান, জহিরুল ইসলাম, কবির হোসেন, মাওলানা জয়নুল আবেদীন। তারেকপরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শওকত কবির খোকন, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক লতিফুর রহমান, তারেক পরিষদের নেতা আবুল খায়ের, নবীনগর উপজেলা তারেক পরিষদের সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক কামাল হোসেন, কদমতলী থানা কৃষক দলের আহবায়ক নুরু রহমান টিটু, বিএনপি নেতা জহিরুল ইসলাম জয় ও রুকসানা পারভীন, খিলগাঁও থানার ৭৫ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক, ডাকসুর সাবেক কেন্দ্রীয় সদস্য আইয়ুব আলী, যুক্তরাজ্য বিএনপি'র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, যুক্তরাজ্য বিএনপি সদস্য মাহাদী হাসান আল আমিন, গাজীপুর মহানগর জিয়া পরিষদের সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম মোল্লা, জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো চালক দলের নেতা নবী আলম ও ঢাকা মহানগর নেতা বাহার, ঢাকা মহানগর ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন, ঝিনাইদহ জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহবায়ক মুন্সি ওয়াজিবুল হক শরীফ ও কৃষক দলের কেন্দ্রীয় নেতা শাহজান মিয়া সম্রাট , মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব আব্দুর রহিম ও জাতীয়তাবাদী নাগরিক দলের সভাপতি জাকির হোসেন খান প্রমুখ। পুষ্প স্তবক অর্পণ শেষে যুক্তরাজ্য বিএনপি'র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধুমাত্র স্বাধীনতার ঘোষণাই করেন নাই তিনি বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করেছিলেন। জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবু তোহা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ মুজিবের একদলীয় শাসন থেকে দেশকে বহুদলীয় শাসনে প্রবর্তন করেন। দেশের সংবাদপত্রের স্বাধীনতা প্রদান করেন। সারাদেশে খাল খননের মাধ্যমে কৃষি বিপ্লবের সূচনা করেন যার কারনে জিয়ার শাসনামলে কৃষিতে এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিল।




