বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরার মৃত্যুতে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের গভীর শোক প্রকাশ

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো নজরুল ইসলাম এবং মহাসচিব ও ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী এক শোক বিবৃতিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরের উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস আরার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সদস্য, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৬তম ব্যাচের কর্মকর্তা এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মরহুমা ফেরদৌস আরা’র আকস্মিক মৃত্যুতে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সদস্যগণ গভীরভাবে মর্মাহত ও শোকাহত। উল্লেখ্য, গত ৯ জানুয়ারি ২০২৫ তারিখে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি যোগদান করেন। তিনি ১২ জানুয়ারি ২০২৬ তারিখ কর্মস্থলে অসুস্থতাবোধ করলে তাৎক্ষণিকভাবে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল, কাকরাইল, ঢাকায় ভর্তি করা হয়।
আজ ১৪ জানুয়ারি ২০২৬ তারিখ বুধবার সকাল ০৭:০০ টায় মরহুমা ফেরদৌস আরা ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল, কাকরাইল, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
চাকুরি জীবনে তিনি অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে সরকারি দায়িত্ব পালন করেন এবং তাঁর অমায়িক আচরণ দ্বারা সকল স্তরের কর্মকর্তা/কর্মচারির প্রশংসা ও প্রীতি অর্জনে সক্ষম হন। কর্মকালীন সময়ে তাঁর পারদর্শিতা, মননশীলতা ও দুরদর্শীতাপূর্ণ কর্মকাণ্ড এসোসিয়েশনের স্বার্থ-সংরক্ষণসহ বিভিন্ন অঙ্গণে প্রভূত উন্নয়ন সাধন করে এবং প্রশাসন ক্যাডারের ভাবমূর্তি উজ্জ্বল হয়। তাঁর পৈত্রিক নিবাস ঢাকার যাত্রাবাড়ী থানার শেখদী এলাকায়। মৃত্যুকালে তিনি বাবা, মা, স্বামী এবং ৭ বছরের এক কন্যা সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর এ মৃত্যুতে দেশ ও জাতি একজন মেধাবী কর্মকর্তাকে হারাল। বাংলাদেশ সিভিল সার্ভিসে তাঁর অবদান আমরা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি।
আমরা তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি এবং পরম করুণাময় মহান আল্লাহর কাছে তাঁর আত্মার মাগফেরাত ও চিরশান্তি কামনা করছি।
মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতবাসী করুন।




