বিজিএমসি'র চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় অতিরিক্ত সচিব সৈয়দা নওয়ারা জাহান কে বাংলাদেশ উন্নয়ন সোসাইটির অভিনন্দন

বাংলাদেশ উন্নয়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাক্তার মোহাম্মদ আবু তোহা, সাধারণ সম্পাদক জাকির হোসেন খান ও সাংগঠনিক সম্পাদক মুসা মল্লিক এক বিবৃতিতে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দা নাওয়ারা জাহান বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় তাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য অতিরিক্ত সচিব সৈয়দা নাওয়ারা জাহান বিসিএস প্রশাসন ক্যাডার ১৮ ব্যাচের একজন কর্মকর্তা। বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মতে তিনি একজন যোগ্য ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে সকলের কাছে পরিচিত। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালনকালে তিনি অত্যন্ত যোগ্যতা ও সফলতার স্বাক্ষর রেখেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন বিগত সরকারের স্বৈরাচারী ও হঠকারী সিদ্ধান্তের কারণে ২০২০ সালে বাংলাদেশের ঐতিহ্যবাহী ও ভারী শিল্প প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ২০ জুট মিল বন্ধ ঘোষণা করা হয় এর ফলে হাজার হাজার কর্মকর্তা ও কর্মচারী পথে বসে যায় এবং তাদের পরিবারের নেমে আসে দুঃসহ বিপর্যয়! বিবৃতিতে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে নবনিযুক্ত চেয়ারম্যান অতিরিক্ত সচিব সৈয়দা নাওয়ারা জাহান সঠিক পদক্ষেপ নিয়ে তিনি বিগত সরকারের আমলে বন্ধ হওয়া ২০ টি জুট মিল পুনরায় চালু করতে সক্ষম হবেন এরফলে একদিকে যেমন শিল্প প্রতিষ্ঠানগুলো রক্ষা পাবে, অন্যদিকে উৎপাদিত পণ্য দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব হবে। জুট মিল গুলো চালু করা সম্ভব হলে হাজার হাজার কর্মচারী ও শ্রমিক তারা আবার কাজ ফিরে পাবে এবং তাদের পরিবারে আবার সচ্ছলতা নেমে আসবে।




