নারী উদ্যোক্তা : অর্থনৈতিক প্রবৃদ্ধির অব্যবহত শক্তি ------ সাবিনা ইয়াসমিন, সম্পাদক রোদসী

নারী উদ্যোক্তা: অর্থনৈতিক প্রবৃদ্ধির অব্যবহৃত শক্তি
বাংলাদেশের অর্থনীতিতে নারী উদ্যোক্তাদের অবদান ক্রমেই দৃশ্যমান হচ্ছে। শহর থেকে গ্রাম—হস্তশিল্প, কৃষিভিত্তিক উদ্যোগ, ফ্যাশন, খাদ্য প্রক্রিয়াজাতকরণ থেকে শুরু করে প্রযুক্তিনির্ভর ব্যবসা পর্যন্ত সর্বত্র নারীরা সাহস ও সক্ষমতার পরিচয় দিচ্ছেন। তবুও বাস্তবতা হলো, নীতিগত সহায়তা, সহজ অর্থায়ন ও বাজারে প্রবেশাধিকারের ক্ষেত্রে নারী উদ্যোক্তারা এখনও নানা প্রতিবন্ধকতার মুখোমুখি।
দেশের ব্যবসা ও বাণিজ্যের সর্বোচ্চ প্রতিনিধিত্বকারী সংগঠন হিসেবে FBCCI-এর দায়িত্ব এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী উদ্যোক্তাদের জন্য আলাদা ফোকাল সাপোর্ট, ব্যাংকিং সুবিধায় বাস্তবসম্মত নীতিমালা, দক্ষতা উন্নয়ন এবং বাজার সংযোগ নিশ্চিত করা এখন সময়ের দাবি। শুধু প্রকল্পভিত্তিক উদ্যোগ নয়—দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কার্যকর ফলোআপ ছাড়া এই খাতের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো সম্ভব নয়।
একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনীতির জন্য নেতৃত্বে নারীর দৃষ্টিভঙ্গি ও বাস্তব অভিজ্ঞতা যুক্ত হওয়া প্রয়োজন। FBCCI যদি সত্যিকার অর্থে ভবিষ্যৎমুখী হতে চায়, তবে নারী উদ্যোক্তাদের কণ্ঠস্বরকে নীতিনির্ধারণের কেন্দ্রবিন্দুতে আনতেই হবে।
নারী উদ্যোক্তারা কোনো বিশেষ সুবিধা চান না—তারা চান সমান সুযোগ, সম্মান ও কার্যকর প্রতিনিধিত্ব। সঠিক নেতৃত্ব ও ঐক্যের মাধ্যমে FBCCI এই পরিবর্তনের অগ্রদূত হতে পারে।
সাবিনা ইয়াসমীন, সম্পাদক রোদসী।



