ফোয়াবের উদ্যোগে ই-ট্রেসিবিলিটি প্রকাশনার মোড়ক উন্মোচন
মৎস্য রপ্তানি খাতে আধুনিক ও ডিজিটাল ব্যবস্থাপনা জোরদারে ‘মৎস্য রপ্তানি প্রসারে ই-ট্রেসিবিলিটি’ শীর্ষক প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়েছে।
ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ (ফোয়াব) এবং বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত একটি পাইলট প্রকল্পের অর্জন হিসেবে এই প্রকাশনাটি প্রণয়ন করা হয়।
বুধবার (৭ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টায় বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিপিসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবদুর রহিম খান, অতিরিক্ত সচিব (রপ্তানি), বাণিজ্য মন্ত্রণালয় ও প্রশাসক, এফবিসিসিআই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাহিদ আফরোজ, যুগ্মসচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি), বাণিজ্য মন্ত্রণালয়; ড. সৈয়দ আরিফ আজাদ, সাবেক মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর ও উপদেষ্টা, ফোয়াব; এবং জনাব মোশারফ হোসেন চৌধুরী, সভাপতি, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোল্লা সামছুর রহমান সাহিন, সভাপতি, ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ (ফোয়াব)।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. মোঃ রাজ্জাকুল ইসলাম, উপসচিব ও পরিচালক, বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি), বাণিজ্য মন্ত্রণালয়।
এ সময় ই-ট্রেসিবিলিটি ব্যবস্থা ও প্রকাশনার ওপর পাওয়ার পয়েন্ট উপস্থাপনা প্রদান করেন মৎস্যবিদ মোঃ মনিরুজ্জামান, প্রকল্প পরিচালক, ফোয়াব এবং মোহাম্মদ মাহমুদুর রহমান, আইটি কনসালটেন্ট, ফোয়াব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ মহিবুল্লাহ, আইন উপদেষ্টা, ফোয়াব; অশোক কুমার বিশ্বাস, পরিচালক, বাংলাদেশ জাতীয় মৎস্যজীবী সমবায় লিমিটেড; জসিম উদ্দিন খাজা, আহ্বায়ক, খুলনা জেলা আঞ্চলিক কমিটিসহ বিভিন্ন ট্রেড এসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ। এছাড়াও ফোয়াবের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।