যশোর অঞ্চলের ভবদহ সংকট নিরসনের কাজ চলছে -------পানি সম্পদ উপদেষ্টা

৯ জানুয়ারি ২০২৬ সকাল ১০ টায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক এর যৌথ আয়োজনে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশের পরিবেশ সংস্কার : প্রয়োজনীয়তা এবং করণীয় বিষয়ক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। বাপা সভাপতি নূর মোহাম্মদ তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় উপস্থিত ছিলেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ফিরোজ আহমেদ, বাপা সহ-সভাপতি নজরুল ইসলাম, মোহাম্মদ খালেকুজ্জামান, আলমগীর কবির, ডক্টর মাহবুবুর রহমান, সেন্টার ফর এনভারমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের নির্বাহী পরিচালক মালিক ফিদা এ খান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশ নদ-নদী খাল বিল, হাওর ও বাওড় সমৃদ্ধ একটি দেশ কিন্তু সঠিক ব্যবস্থাপনার অভাবে সেগুলো দখল পাল্টা দখল হতে চলেছে। আইন আছে কিন্তু অনেকাংশে আইনের প্রয়োগ নাই সেজন্য প্রভাবশালীরা সেগুলো দখল করে কোন কোন ক্ষেত্রে শিল্প প্রতিষ্ঠান বাড়িঘর সহ অন্যান্য স্থাপনা নির্মাণ করে প্রাকৃতিক সম্পদ ধ্বংস করে ফেলেছে এমন অবস্থায় সকল নাগরিকের দায়িত্ব আছে সরকারের পাশাপাশি জনগণকে সচেতন হয়ে সেগুলো রক্ষা করার। পরিবেশ বিষয়ে তিনি বলেন পলিথিনের ব্যবহার অনেকাংশে কমে এসেছে সাধারণ জনগণ যদি বাজারে গিয়ে মাছের দোকানে গিয়ে একটি পাটের ব্যাগ হাতে নিয়ে যায় তাহলে কিন্তু দোকানদার পলিথিন দিবেনা। এইভাবে আমাদের নিজেদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। যশোরের দুঃখ ভবদহ সংকট দীর্ঘদিনের বর্তমানে সেখানে সেনাবাহিনীর সহযোগিতায় সংকট নিরসনের কাজ চলছে প্রয়োজনে আগামী দিনে এই সংকটের স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে। যত্রতত্র ইট ভাটার কারণেও পরিবেশ অনেকাংশে নষ্ট হচ্ছে। বর্তমান সরকারের সময়ে বনভূমি তে কোন স্থাপনা করা হয় নাই বরং বনভূমি দখল করে যা কিছু করার উদ্যোগ নেয়া হয়েছিল এগুলো পুনরায় উদ্ধার করা হয়েছে। সরকারি বনভূমি নষ্ট করে আর কোন উন্নয়ন করা হবে না। সম্মেলন শেষে যশোর থেকে আসা সমাজকর্মী ও বাংলাদেশ উন্নয়ন সোসাইটির সভাপতি ডাক্তার মোহাম্মদ আবু তোহা সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, বাংলাদেশের সামগ্রিক পরিবেশ রক্ষা করার জন্য বাংলাদেশ বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক যৌথভাবে পরিবেশের সংস্কার বিষয়ক একগুচ্ছ প্রস্তাবনা তৈরি করেছে এটি পরিবেশ উন্নয়ন কল্পে একটি মাইল ফলক হতে পারে। যশোরের দুঃখ ভবদহ অঞ্চলের হাজার হাজার মানুষ সেখানে বছরের অধিকাংশ সময় পানি জমে থাকায় কৃষি উৎপাদন না হওয়ায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সম্মেলনে সকলের বক্তব্যে এটি উঠে এসেছে। ভবদহ সমস্যার স্থায়ী সমাধান চাই।



