ঢাকা মহানগরীর বাড্ডা থানা বিএনপি'র নতুন যুগ্ম আহবায়ক মতিন কে জিয়া সৈনিক দলের অভিনন্দন

জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আশরাফুর রহমান ও সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ আবু তোহা এবং জাতীয়তাবাদী নাগরিক দলের সভাপতি জাকির হোসেন খান এক বিবৃতিতে বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ এমএ মতিন কে বাড্ডা থানা বিএনপির যুগ্ম আহবায়ক নির্বাচিত করায় ঢাকা মহানগর বিএনপি উত্তরের আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামানকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ঢাকা মহানগর উত্তর বিএনপি'র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক এবিএম আব্দুর রাজ্জাকের স্বাক্ষর করা এক বিবৃতিতে একথা জানা গেছে। উল্লেখ্য বাড্ডার বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ এমএ মতিন দীর্ঘদিন ধরে বাড্ডা এলাকায় খেলাধুলার উন্নয়ন, গরিব ও অসহায় মানুষের পাশে থেকে সমাজ সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এলাকাবাসীর কাছে এমএ মতিন একজন জনদরদি ও ক্রীড়া সংগঠক হিসেবে সুনাম আছে। উল্লেখ্য বাড্ডা থানা বিএনপির নবনিযুক্ত যুগ্ম আহবায়ক এমএ মতিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে লেখাপড়া করেছেন। তিনি বিশ্ববিদ্যালয় রাজনীতিতে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বাড্ডা থানা বিএনপি'র নবনিযুক্ত যুগ্ম আহবায়ক এম এ মতিন এর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।




