দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নতুন সচিব সাইদুর রহমান খানকে বাংলাদেশ উন্নয়ন সোসাইটির অভিনন্দন

বাংলাদেশ উন্নয়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাক্তার মোহাম্মদ আবু তোহা, সাধারণ সম্পাদক জাকির হোসেন খান ও সাংগঠনিক সম্পাদক মুসা মল্লিক এক বিবৃতিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব মোঃ সাইদুর রহমান খান কে প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন, নবনিযুক্ত সচিব সাইদুর রহমান খান ইতিপূর্বে সমাজসেবা অধিদপ্তরের মহা পরিচালক হিসেবে অত্যন্ত সফল ও সার্থক ছিলেন। বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মতে তিনি অত্যন্ত দক্ষ কর্মকর্তা হিসেবে সকলের কাছে পরিচিত। নবনিযুক্ত সচিব সাইদুর রহমান খান বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭ ব্যাচের কর্মকর্তা। তিনি সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে সারাদেশে এতিমখানার উন্নয়ন, হিজড়া জনগোষ্ঠীর উন্নয়ন, বয়স্ক ভাতা বৃদ্ধি ও হাসপাতালে চিকিৎসাধীন গরিব ও অসহায় রোগীদের জন্য বরাদ্দ বৃদ্ধিতে ভূমিকা রেখেছিলেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব সাইদুর রহমান খান সমাজসেবা অধিদপ্তর এর মত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরো বেগবান ও শক্তিশালী করতে অবদান রাখতে পারবেন।




