বিসিএস প্রশাসন একাডেমীর নবনিযুক্ত রেক্টর কে বাংলাদেশ উন্নয়ন সোসাইটির অভিনন্দন

বাংলাদেশ উন্নয়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাক্তার মোঃ আবু তোহা, সাধারণ সম্পাদক জাকির হোসেন খান ও সাংগঠনিক সম্পাদক মুসা মল্লিক এক বিবৃতিতে বিসিএস প্রশাসন একাডেমির নবনিযুক্ত রেক্টর ডক্টর মোহাম্মদ আলতাফ উল আলম কে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ডক্টর মোহাম্মদ আলতাফ উল আলম ইতিপূর্বে তথ্য ও সম্প্রসার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে অত্যান্ত দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মতে তিনি একজন কর্মদক্ষ কর্মকর্তা হিসেবে সকলের কাছে পরিচিত। বিসিএস প্রশাসন একাডেমির নবনিযুক্ত রেক্টর ডক্টর মোহাম্মদ আলতাফ উল আলম বিসিএস প্রশাসন ক্যাডারের ১৫ ব্যাচের একজন দক্ষ কর্মকর্তা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে অত্যান্ত কৃতিত্বের সাথে লেখাপড়া শেষ করেন। তিনি উক্ত বিশ্ববিদ্যালয়ের ১৮ ব্যাচের শিক্ষার্থী এবং মীর মোশারফ হোসেন হলের একজন আবাসিক শিক্ষার্থী ছিলেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন নবনিযুক্ত রেক্টর ডক্টর মোহাম্মদ আলতাফ উল আলম কর্মক্ষেত্রে অতীতের ন্যায় সফলতা ও দক্ষতার স্বাক্ষর রাখবেন।




