পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব মিজানুর রহমানকে বাংলাদেশ উন্নয়ন সোসাইটির অভিনন্দন

বাংলাদেশ উন্নয়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাক্তার মোহাম্মদ আবু তোহা, সাধারণ সম্পাদক জাকির হোসেন খান ও সাংগঠনিক সম্পাদক মুসা মল্লিক এক বিবৃতিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমানকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মোহাম্মদ মিজানুর রহমান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক হিসেবে অত্যন্ত সফল এবং সার্থক ছিলেন। তিনি ইতিপূর্বে আই এম ই ডি, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ে অত্যন্ত যোগ্যতা ও সফলতার সাথে দায়িত্ব পালন করেছিলেন। উল্লেখ্য মোহাম্মদ মিজানুর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের একজন কৃতি শিক্ষার্থী। তিনি বিসিএস ১৫ ব্যাচের একজন কর্মকর্তা। নবনিযুক্ত সচিব মোঃ মিজানুর রহমান ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার কৃতি সন্তান। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন নবনিযুক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরো শক্তিশালী ও বেগবান করতে সক্ষম হবেন।




