ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন প্রোগ্রামটি শিক্ষার্থীদের পেশাগত জীবনে কার্যকর ভূমিকা রাখবে -----প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

‘ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডি.পি.এড.)’ কোর্সের নীতিমালা ও কারিকুলামের চূড়ান্ত খসড়া বিষয়ে এক সংবাদ সম্মেলন বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়।
১৮ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন প্রোগ্রামটিতে শিক্ষার্থীদের বহুমাত্রিকভাবে সমৃদ্ধ করবে। শিক্ষা দর্শন, শিক্ষণ কৌশল ও মূল্যায়ন কাঠামো শেখার মাধ্যমে তারা আধুনিক শিক্ষক হিসেবে দক্ষ হয়ে উঠবেন। শিক্ষার্থীদের গবেষণ ও বিশ্লেষণ ক্ষমতা উন্নত হবে যা ভবিষ্যৎ পেশাগত জীবনে কার্যকর ভূমিকা রাখবে। প্রোগ্রামটি শেষে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল শিক্ষক হিসেবে গড়ে উঠবে যা তাদের ক্যারিয়ার উন্নয়ন ও সমাজে ইতিবাচক প্রভাব বিস্তারে সহায়ক হবে বলে মনে করি। এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাখাওয়াত হোসেন ও জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক ফরিদ আহমদ প্রমূখ। প্রোগ্রামটি ২০২৬ সালের জানুয়ারি মাস হতে চালু হতে যাচ্ছে। প্রোগ্রামটির মেয়াদ হবে দশ মাস। প্রোগ্রামটি অনাবাসিক এবং বৈকালিক। সারাদেশের 12 টি পিটিআই এ প্রোগ্রামটি পাইলটিং ভিত্তিতে চালু হবে। ডিপি এড প্রোগ্রামটি দশ মাসে কার্যক্রমটি পরিচালিত হবে বলে জানা গেছে।



