উপাচার্য নিয়োগে স্বচ্ছতা আনা হয়েছে ঃ শিক্ষা উপদেষ্টা

আজ রবিবার রাজধানীর উসমানি স্মৃতি মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবসের এক আলোচনা সভা ও গুণিজন সম্বর্ধনার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর চৌধুরী রফিকুল আবরার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা বিধান রঞ্জন রায়,ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস এম ফায়েজ ও কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপদেষ্টা বলেন, এনটিআরসি এর মাধ্যমে স্কুল ও কলেজের প্রধান শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগের উদ্যোগ নেয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে যাতে যোগ্য লোকের পদায়ন করা যায় তার জন্য শিক্ষা মন্ত্রণালয় উদ্যোগ গ্রহণ করেছে। স্বচ্ছ ভাবে যদি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ কার্যক্রম চালু করা যায় তাহলে শিক্ষার মান বৃদ্ধি পাবে। তিনি বলেন বিগত সরকারের সময় শিক্ষাক্ষেত্রে ব্যাপক অনিয়ম করা হয়েছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর শিক্ষাব্যবস্থাকে পুনরোজ্জীবিত করার জন্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন মাদ্রাসা শিক্ষাকে আধুনিক ও যুগ উপযোগী করা হচ্ছে। বিজ্ঞান শিক্ষাকে আরো কার্যকরী করা হচ্ছে। শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন করা গেলে তরুন প্রজন্মকে আরো বেশি দক্ষ, উদ্বোধনী ও বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। সকল বিশ্ববিদ্যালয় এর উন্নয়ন করার লক্ষ্যে ইউজিসিকে ঢেলে সাজানো হচ্ছে। দেশের সকল শিক্ষা বোর্ডের উন্নয়নের কাজ হাতে নেয়া হয়েছে। সভাপতির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের যোগ্য উপদেষ্টার নেতৃত্বে শিক্ষা প্রশাসনের সকল ক্ষেত্রে উন্নয়নের পদক্ষেপ নেওয়া হয়েছে। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা গেলে দেশের সার্বিক উন্নয়ন সাধিত হবে। পরে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক অবদান রাখার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চ্যান্সেলর মরহুম প্রফেসর ডক্টর শমশের আলী সহ বিভিন্ন ব্যক্তিকে সন্মামনা প্রদান করা হয়।


.jpg)


