আমি সেরা বিকল্প খুজছি: ইমরান জাতীয় চ্যাম্পিয়ন
বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ আলম বলেন, 'ইমরান গতকাল ফেডারেশনে চিঠি দিয়ে আসন্ন জাতীয় চ্যাম্পিয়নশিপ ও বিশ্ব ইনডোরে অংশগ্রহণ করতে চান না এমনটি জানিয়েছে। জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ না হলে ইনডোরেও খেলার সুযোগ নেই।' ইমরান ইংরেজিতে লেখা চিঠি ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর দিয়েছেন।
ফেডারেশন সূত্রে জানা যায়, চিঠিতে ইমরান তার চিকিৎসক ও কোচের পরামর্শে জাতীয় চ্যাম্পিয়নশিপ ও বিশ্ব ইনডোরে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। এই দুই আসরে অংশগ্রহণ না করলেও পরবর্তীতে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান এজন্য প্রস্তুত হচ্ছেন। সামনে তাকে ফেডারেশন নির্বাচন করবে সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন চিঠিতে।
ইমরান জাতীয় চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে খেলতেন। সেনাবাহিনীতে আর খেলবেন না ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির কোচ ও ফেডারেশনের যুগ্ম সম্পাদক ফরিদ খান চৌধুরী। ইমরান এই প্রসঙ্গে লন্ডন থেকে বলেন, 'এই মুহুর্তে আমার কারো সাথে চুক্তি নেই। আমি সেরা বিকল্প খুজছি।'
১৭-১৯ ফেব্রুয়ারি জাতীয় চ্যাম্পিয়নশিপ। এর আগে ইংল্যান্ড থেকে ঢাকায় না আসার সম্ভাবনাই বেশি। বিশ্ব ইনডোর চ্যাম্পিয়নশিপে ফেডারেশন চিঠি দিলেও ইমরান সরাসরি কিছু বলেননি এ নিয়ে। মার্চে চ্যাম্পিয়নশিপ হওয়ায় এন্ট্রির সময় এখনো রয়েছে। ফেডারেশন সামনে বিকল্প খুঁজবে।
ইমরানের মন্তব্য বিতর্ক সৃষ্টি করেছিল প্যারিস অলিম্পিকের পর। ১০০ মিটার স্প্রিন্টে হতাশাজনক পারফরম্যান্সের পর তিনি দাবি করেছিলেন ইনজুরির নিয়েই অলিম্পিক খেলতে হয়েছে তাকে, যা তিনি চাননি। ফেডারেশনের কারণে তিনি নাকি বিষয়টি লুকিয়ে রেখেছিলেন। যদিও ফেডারেশনের সেই সময়ের সাধারণ সম্পাদক বিষয়টি অস্বীকার করেছিলেন।
এএসএস