সফটওয়্যারগুলোর সব কারিগরি সমস্যা দ্রুতই সমাধান হবঃ
ভূমিসেবা গ্রহণে সেবাগ্রহীতাদের সাময়িক অসুবিধার দুঃখ প্রকাশ করেছে ভূমি মন্ত্রণালয়। চালু করা সফটওয়্যারগুলোর কারিগরি সমস্যা দ্রুতই সমাধান করা সম্ভব হবে। মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা আগামী মার্চে জনবান্ধব অটোমেটেড, ডিজিটাইজড ভূমি সেবার নতুন চালুকৃত সফটওয়্যারসমূহ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে জানায় মন্ত্রণালয়নাল
মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দিন এ তথ্য জানান।
তিনি বলেন, জনগণকে উন্নত ও সমন্বিত ভূমি সেবা প্রদানের লক্ষ্যে মিউটেশন, ভূমি উন্নয়ন কর এবং ভূমি রেকর্ড ও ম্যাপের দ্বিতীয় ও উন্নত সংস্করণ চালু করার জন্য গত ২৬ নভেম্বর থেকে অনলাইন সেবা প্রদান বন্ধ রাখা হয় এবং ১ ডিসেম্বর থেকে সব ভূমিসেবা সমন্বিতভাবে ভূমি মন্ত্রণালয় চালু করা হয়।
গিয়াস উদ্দিন বলেন, ভূমি সেবার উদ্ভুত সমস্যা সমাধানে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প ও ভূমি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও জনগণ যেন দ্রুত ও নিরবচ্ছিন্ন সেবা পেতে পারেন সে লক্ষ্যে সারা দেশের উপজেলা, সার্কেল, মেট্রো ভূমি অফিস ও ইউনিয়ন, পৌর, ভূমি অফিসের সেবা প্রদানকারী কর্মকর্তা- কর্মচারীদের নতুন চালুকৃত সফটওয়্যারগুলোর বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
সফটওয়্যারের ১ম সংস্করণের ডেটাসমূহ ও মিউটেশন, ভূমি উন্নয়ন কর এবং ভূমি রেকর্ড ও ম্যাপ সফটওয়্যারের দ্বিতীয় ও উন্নততর সংস্করণ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক জাতীয় সার্ভার ও তথ্যাধারের নির্ধারিত, বরাদ্দকৃত নতুন স্থানে সমন্বিতভাবে স্থানান্তর করে অটোমেটেড ভূমি সেবা সিস্টেম চালু করা হয়েছে।
ভূমি মন্ত্রণালয় থেকে জানানো হয়, অটোমেটেড ভূমি সেবা ওয়েবসাইট সিস্টেমে নাগরিকরা মাত্র এক বার নিজ নিজ মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন করে মিউটেশন, ভূমি উন্নয়ন কর প্রদান বা পর্চা, খতিয়ান, ম্যাপ উত্তোলনের মতো যে কোনো ভূমি সেবা সহজেই গ্রহণ করতে পারছেন।
নতুন চালু করা সফটওয়্যারগুলোর কিছু কারিগরি ত্রুটি ও আন্ত:সমন্বয় সংক্রান্ত জটিলতা, ডেটা সেন্টারের সার্ভার ও মাঠ পর্যায়ে সেবা প্রদানের জন্য ব্যবহৃত কম্পিউটারে সংযোগকৃত ইন্টারনেটের শ্লথ গতির কারণে সাধারণ জনগণ সেবা গ্রহণে প্রায়শই সমস্যার সম্মুখীন হচ্ছেন।
ডিআর