রাজনৈতিক দল হিসেবে নির্বাচন চাওয়াটা স্বাভাবিক : তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি একটি রাজনৈতিক দল। রাজনৈতিক দল হিসেবে নির্বাচন চাওয়াটা স্বাভাবিক। একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের অন্যতম প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জনগণের কাছে ভোট চাওয়া এবং নির্বাচন চাওয়া। আজকে কিছু কিছু লোক বলছে বিএনপি শুধু নির্বাচন চায়। আমরা যদি জনগণের রাজনৈতিক শক্তিতে বিশ্বাস করি, আমরা যদি গণতন্ত্র বিশ্বাস করি, আমরা যদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করি স্বাভাবিকভাবে আমরা ভোট বা নির্বাচন চাইবো, জনগণের কাছে ভোট চাইবো, মধ্যে নির্বাচন চাইবো স্বাভাবিক ব্যাপার। একটি স্বাভাবিক ব্যাপারকে কেন কিছু লোক অস্বাভাবিক ব্যাপার হিসেবে দেখছে সেটি আমাদের ভেবে দেখতে হবে। বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে কারা সুবিধা পাবে এটি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের পরিকল্পনা- আগামী দিনে আমরা দেশকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, সেই পরিকল্পনা আমরা দেশের মানুষের কাছে তুলে ধরবো। আমরা প্রত্যাশা করবো অন্যান্য যেসব গণতান্ত্রিক রাজনৈতিক দল আছে তারাও তাদের পরিকল্পনা দেশের মানুষের সামনে তুলে ধরবেন। দেশের মানুষই হচ্ছে প্রধান বিচারক, এই দেশের মালিক জনগণ। কাজেই জনগণই সিদ্ধান্ত নেবে কাদের পরিকল্পনাকে তারা সমর্থন করবে, কাদেরকে তারা দায়িত্ব দেবে দেশ পরিচালনা করার।
তিনি বলেন, আজকে আমরা নিজেদের মধ্যে যত বেশি অপ্রয়োজনীয় তর্ক-বিতর্কে লিপ্ত হবো, তত বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশ, দেশের মানুষ, দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ, গণতান্ত্রিক রাজনৈতিক প্রতিষ্ঠান। বহু ক্ষতির ভেতর দিয়ে বিগত ১৫ বছর দেশের মানুষ, দেশ গেছে। এখন দেশ গড়ার পালা। দেশ গড়ার জন্য, দেশের রাষ্ট্র কাঠামোকে গড়ে তোলার জন্য যা যা করা উচিত, দেশের ঐক্যকে ধরে রাখার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা উচিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের সেই চেষ্টা আমরা অব্যাহত রাখবো। এই হোক আমাদের প্রত্যাশা, এই হোক আমাদের শপথ।
তিনি আরও বলেন, বাংলাদেশে যদি আমরা গণতন্ত্র চর্চা করতে পারি, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে করতে পারি এই দেশকে এবং দেশের মানুষকে ষড়যন্ত্রের মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। যত বেশি গণতন্ত্রের চর্চা রাখতে পারবো তত বশি দেশের মানুষকে ষড়যন্ত্রের হাত থেকে নিরাপদ রাখতে পারব।
এনআই
 
                 
                                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                .jpg) 
                                 
                                 
                                 
        


