খেলার বিরোধিতা করা আলেমরা ভুল স্বীকার করে ক্ষমা চান
নারীদের ফুটবল খেলা নিয়ে আপত্তি জানিয়েছিলেন স্থানীয় মসজিদের ইমাম, মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থী এবং ইসলামপন্থী রাজনৈতিক দলের স্থানীয় নেতা-কর্মীরা। স্থানীয় মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তারা ফুটবল মাঠে হামলা চালিয়ে টিনের বেড়া ভাঙচুর করে। এই ঘটনাটি দেশি এবং আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত হলে প্রশাসনের টনক নড়ে। এরপর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে।
নানা ঘটনার পর অবশেষে নারীদের ফুটবল খেলা মাঠে গড়াল। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় আলোচিত জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ঢাকা জেলার নারী ফুটবল দল বনাম জয়পুরহাট জেলা নারী ফুটবল দল। খেলাটির সার্বিক আয়োজন করে আক্কেলপুর উপজেলা প্রশাসন। খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবদুল ওয়াহাব, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি রাশেদুল ইসলাম সবুজ।
তিলকপুর টি-স্টার ক্লাবের উদ্যোগে নারীদের এ ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল ২৯ জানুয়ারি, বুধবার বিকেলে তিলকপুর উচ্চ বিদ্যালয় মাঠে। খেলা দর্শন ফি’র মাধ্যমে প্রদর্শনের জন্য মাঠটি টিনের বেড়া দিয়ে ঘেরা হয়েছিল। দর্শক সমাগম বাড়ানোর জন্য আয়োজকরা খেলার সময়সূচী জানিয়ে এলাকায় ব্যাপক প্রচার চালিয়েছিলেন।
খেলায় অংশ নেওয়ার কথা ছিল রংপুর জেলা নারী ফুটবল দল এবং জয়পুরহাট জেলা নারী ফুটবল দল। এটি একটি প্রীতি ফুটবল ম্যাচ হিসেবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু নারীদের ফুটবল খেলা নিয়ে আপত্তি জানিয়েছিলেন স্থানীয় মসজিদের ইমাম, মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থী এবং ইসলামপন্থী রাজনৈতিক দলের স্থানীয় নেতা-কর্মীরা। ২৮ জানুয়ারি, মঙ্গলবার তারা সমাবেশ আয়োজন করে তিলকপুরে নারীদের ফুটবল খেলা প্রতিহত করার ঘোষণা দেয়। এর পর স্থানীয় মাদ্রাসা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তারা ফুটবল মাঠে হামলা চালিয়ে টিনের বেড়া ভাঙচুর করে। এই ঘটনাটি দেশি এবং আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত হলে প্রশাসনের টনক নড়ে। এরপর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে।
এ ঘটনার পর ৩১ জানুয়ারি, শনিবার আক্কেলপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত গণশুনানীতে ফুটবল খেলার বিরোধিতা করা আলেমরা ভুল স্বীকার করে ক্ষমা চান। যার পরিপ্রেক্ষিতে নারীদের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর আজ স্থানীয় ক্লাব নয়, বরং আক্কেলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে খেলা অনুষ্ঠিত হয়।
এ খেলায় ঢাকা জেলা নারী ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে জয়পুরহাট জেলা নারী ফুটবল দল জয়লাভ করে।
এএসএস