তামিম আনুষ্ঠানিকভাবে জানায়নি, আমরা চাই সে ফিরে আসুক: পাপন
তামিম ইকবাল ইস্যুতে জরুরি সভা ডেকে নিজেরা কথা বলে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিসিবি। রাত ১০টায় বিসিবি পরিচালকদের সঙ্গে বৈঠকে বসবেন বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন। সেই সন্ধ্যায় চাউর হয়েছে এ খবর।
তারপর থেকেই ক্রিকেট অনুরাগীদের উন্মুখ অপেক্ষা। তামিম যে চোখের জলে সব ধরনের ক্রিকেটে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন, বোর্ড কি তা গ্রহণ করেছে?
জাতীয় ওয়ানডে দলের অধিনায়কের এ সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে কিভাবে দেখছে বিসিবি? বোর্ডের প্রতিক্রিয়া কী?বিসিবি বিগ বস নাজমুল হাসান পাপন তামিমের এ অবসরের ঘোষণাকে কোন চোখে দেখছেন?
গভীর রাতে জানা গেল বিসিবি আগে তামিমের সাথে কথা বলতে চায়। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বৃহস্পতিবার রাত ১২টা নাগাদ রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, তামিমের পদত্যাগের ব্যাপারে এখনই কোনো আনুষ্ঠানিক মন্তব্য নয়। এ ব্যাপারে তামিমের সাথে বসে তারপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হবে।
তিনি আরও জানান, তামিম যে সব ফরম্যাটে জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন, তা তারা মানে বোর্ড এখনো জানে না। কারণ তামিম বোর্ডকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
পাপন বলেন, 'তামিম বোর্ডকে আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগের বিষয় জানালে তখন বোর্ডের পক্ষ থেকে তার সাথে কথা বলা হবে। আমরা চাই তামিম ফিরে আসুক। এবং তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক।'
তবে তামিমের আফগানিস্তানের সাথে সিরিজ চলাকালীন অবসরের এ সিদ্ধান্তকে বোর্ড ইতিবাচক চোখে দেখছে না। এতে করে দলের ক্ষতি হয়েছে। এবং বিশ্বকাপের আগে একটা নেতিবাচক পরিস্থিতির উদ্ভব ঘটেছে।
অন্যদিকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে তামিমের বদলে লিটন দাসকে আফগানিস্তানের সাথে শেষ দুই ম্যাচে অধিনায়ক করা হয়েছে। তবে তামিম এখনও জাতীয় ওয়ানডে অধিনায়ক এমন দাবি পাপনের, 'আমাদের কাছে ওয়ানডের অধিনায়ক তামিম। এখন অবধি আছে। কোনো কারণে তামিম না খেললে সহঅধিনায়ক লিটন দাস দল চালাবে।'
এমকে