সাফের সূচি পরিবর্তনের অনুরোধ পাকিস্তানের
ভারত-পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্বকে ঘিরে অস্থিরতা লেগে আছে ক্রীড়াঙ্গনেও। দীর্ঘদিন ধরে এশিয়া কাপ ক্রিকেট নিয়ে দুই পক্ষের বেশ জলঘোলা মন্তব্য চলে আসছিল। সেই জটিলতা আপাতত ঘুচলেও, এখনও সংকট কাটছে না আসন্ন সাফ টুর্নামেন্টের। ভারতের ভিসা পাওয়ার পর এখন পাকিস্তানের সংকট ফ্লাইট টিকিট নিয়ে। ফ্লাইট জটিলতার কারণে সাফ কর্তৃপক্ষকে টুর্নামেন্টের সূচি পরিবর্তনের অনুরোধ জানিয়েছে পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ)।
আগামীকাল (২০) থেকে বেঙ্গালুরুতে শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী দিনই রাত ৮টায় ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। মরিশাস থেকে আজ বিকেলের বিমান ধরতে পারলে আগামীকাল ভোরে বেঙ্গালুরুতে পৌঁছানোর কথা পাকিস্তানের। ফ্লাইট বিলম্ব হলে ভোগান্তি আরও বাড়তে পারে। সবমিলিয়ে আগামীকাল হোটেল থেকে সরাসরি স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দেওয়ার মতো পরিস্থিতি দাঁড়িয়েছে। তাই পিএফএফ কালকের ম্যাচটি পরিবর্তনের জন্য সাফকে চিঠি দিয়েছে।
পাকিস্তানের অনুরোধ রাখতে পারছে না সাউথ এশিয়া ফুটবল ফেডারেশন। সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল পাকিস্তানকে সাফ জানিয়ে দিয়েছেন, ‘এই মুহূর্তে সূচি নড়চড় করার কোনো সুযোগ নেই। ব্রডকাস্টার ইস্যু ছাড়া আরও অনেক কিছুই বিদ্যমান সূচির সঙ্গে সম্পৃক্ত। ফলে কোনোভাবেই এটি পরিবর্তনযোগ্য নয়।’
পাকিস্তান দল আগামীকাল ভোরে পৌঁছালে ভারতে অনুশীলন ছাড়াই সরাসরি ম্যাচ খেলতে হবে। গত পরশু মরিশাস থেকে ভারতের বেঙ্গালুরুর টিকিটও কেটে রেখেছিল তারা। রোববার ভারতের ভিসা না পাওয়ায় সেই টিকিট বাতিল করা হয়েছে। এতে অনেক বড় অঙ্কের আর্থিক ক্ষতি হয় পাকিস্তান ফেডারেশনের। গতকাল বিকেলের পর ভিসা পেলেও তারা টিকিট বুকিং দেয়নি। বুকিং না থাকায় গতকাল রাত ও আজ সকালে মরিশাস থেকে ভারতের বিমান ধরতে পারেনি পাকিস্তান।
ভারতের ভিসার জন্য অন্য দেশ আগেভাগে আবেদন করলেও পাকিস্তান করেছে একেবারে শেষ মুহূর্তে। মূলত সরকারের অনুমতি পেতে বিলম্ব হয়েছে ফুটবল ফেডারেশনের। এই কারণে তাদের ভিসা আবেদনই হয়েছে অনেক দেরিতে। এরপরও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন খুব দ্রুত সময়ের মধ্যেই পাকিস্তানের ভিসা নিশ্চিত করেছে।
এমকে