এমবাপের গোলে উড়ছে ফ্রান্স

কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হারলেও এরপর টানা জয়রথ ধরে রেখেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে তারা চতুর্থ ম্যাচে জয় পেয়েছে। তরুণ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপের একমাত্র গোলে ১-০ গোলে গ্রিসকে হারিয়েছে তারা। ফরাসিদের প্রতিপক্ষরা ম্যাচের এক তৃতীয়াংশ সময় ১০ জন নিয়ে খেলেছে।
সোমবার (১৯ জুন) দিবাগত রাতে নিজেদের রাজধানী শহর প্যারিসে খেলতে নেমেছিল দিদিয়ের দেশমের দল। গ্রিসের চেয়ে এমবাপের দল বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও তারা ব্যবধান বড় করতে পারেনি। একজন কম খেলোয়াড় নিয়ে খেলা প্রতিপক্ষের দুর্বলতাকেও কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। তবে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে তারা ইউরোর বাছাইয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে রয়েছে।
এদিন ম্যাচের প্রথমার্ধে জমাট রক্ষণে ফ্রান্সকে আটকে রাখে গ্রিস। এমবাপে, কামাভিঙ্গা ও আঁতোয়ান গ্রিজম্যানদের সফরকারীরা বেশ ভালোভাবেই সামাল দিয়েছিল। ফলে বিরতির আগপর্যন্ত গোলের দেখা পায়নি কোনো দলই। যদিও ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই গ্রিসের এক খেলোয়াড়ের চ্যালেঞ্জে এমবাপে বক্সের ভেতর পড়ে যান। এরপর পেনাল্টির আবেদন করেও ফ্রান্সের আবেদনে সাড়া দেননি রেফারি।
এরপরও স্বাগতিকরা একের পর এক আক্রমণ শাণিয়ে গেছে। তবে গ্রিকদের রক্ষণ দেয়াল ভেঙে এমবাপে-গ্রিজম্যানরা গোলরক্ষকের যথেষ্ট পরীক্ষা নিতে ব্যর্থ হয়েছেন। বিরতির আগমুহূর্তে সবচেয়ে বড় সুযোগটি পায় ফ্রান্স। কিংসলে ক্যোমানের ক্রস দূরের পোস্টে পেয়ে শট নেন জুল কুন্দে, গ্রিস গোলরক্ষক ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন।
দ্বিতীয়ার্ধে গোল পেতে মরিয়া দু'দলই আক্রমণাত্মক হয়ে ওঠে। ৫৫তম মিনিটে বক্সে হেড নিতে গিয়ে গ্রিজম্যানের মাথায় বুট দিয়ে আঘাত করেন গ্রিক ডিফেন্ডার কনস্টান্টিনোস মাভ্রোপানোস। তাকে হলুদ কার্ড দেখানোর পর ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। সেখান থেকে স্পট-কিকের শুরুতে ব্যর্থ হন পিএসজি তারকা এমবাপে। তার শটটি ঠেকিয়ে দেওয়ার পর জানা যায় লাইন থেকে বেরিয়ে এসেছিলেন গোলরক্ষক। ফলে দ্বিতীয় সুযোগে ফ্রান্স অধিনায়ক প্রথম ডেডলক ভাঙেন।
সেই গোলই শেষপর্যন্ত ফরাসিদের জয়ের জন্য একমাত্র অবলম্বনে পরিণত হয়। কেননা এরপর আক্রমণের ধার বাড়িয়েও আর গ্রিক গোলপোস্ট ভেদ করতে পারেনি স্বাগতিকরা। যদিও খেলায় নির্ধারিত সময় শেষে অতিরিক্ত আরও ১৪ মিনিট দিয়েছিলেন রেফারি। মূলত তার আগেই ঘটে গেছে গ্রিসের বড় দুর্ঘটনা। ৬৯তম মিনিটে তারা বড় ধাক্কা খায়। বক্সের মাথায় কোলো মুয়ানিকে ফাউল করে লাল কার্ড দেখেন মাভ্রোপানোস। এরপর গ্রিজমানের ফ্রি-কিক ক্রসবারের সামান্য ওপর দিয়ে উড়ে যায়।
 
                                            
                                            এমকে                                        
 
                 
                                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                .jpg) 
                                 
                                 
                                 
        















