সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় লক্ষ কোটি মানুষের উপস্থিতি, রাজধানী আজ জানাজার নগরীতে পরিণত ঃ জিয়া সৈনিক দলের নেতাকর্মীদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন গণতন্ত্রের অতন্ত্র প্রহরী বারবার কারাবরনকারী আপোষহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ৩১ ডিসেম্বর ২০২৫ জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউ এলাকায় অনুষ্ঠিত হয়। জানাজায় বাংলাদেশের অন্তবতী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনুস, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়েত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, এনসি পি এর আহবায়ক নাহিদ ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জানাজায় মাননীয় প্রধান বিচারপতি, সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান ও নৌবাহিনী প্রধান উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় প্রায় কোটি জনতা উপস্থিত ছিলেন বলে জানা গেছে। জানাযার শেষে সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আশরাফুর রহমান বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। জানাযা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জিয়ার সৈনিক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ আবু তোহা বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুসলিম বিশ্বের দ্বিতীয় প্রধানমন্ত্রী ছিলেন। সাধারণ জনগণের অধিকার রক্ষায় ও গণতন্ত্র রক্ষার দাবিতে তিনি সারা জীবন লড়াই চালিয়ে গেছেন। এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার লড়াই ছিল ঐতিহাসিক। বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে লড়াই করে তিনি বারবার কারা নির্যাতন ভোগ করেছেন কিন্তু তিনি গণতন্ত্র রক্ষার দাবিতে অবিচল ছিলেন। আজকের এই দিনে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।



