যশোর বিভাগের দাবিতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রধান

৫ ডিসেম্বর ২০২৫ ঐতিহাসিক যশোর ও কুষ্টিয়ার সাতটি জেলা নিয়ে যশোর বিভাগের দাবিতে বাংলাদেশ সচিবালয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আশিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দপ্তরে একটি স্মারকলিপে প্রদান করা হয়। একসময় উপস্থিত ছিলেন যশোর বিভাগ বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ আবু তোহা ও সদস্য সচিব মুসা মল্লিক। উপদেষ্টা দপ্তরে স্মারক লিপি প্রদান কালে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যশোর বিভাগ বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ আবু তোহা বলেন, যশোর বিভাগের দাবি প্রায় ৩০ দশকের। যশোরবাসী ৩০ বছর ধরে বিভিন্ন মিছিল মিটিং সমাবেশ ও মতবিনিময় সভায় যশোর বিভাগ বাস্তবায়নের দাবির প্রতি সরকারের দৃষ্টি আকৃষ্ট করেছেন। কিন্তু বিগত সরকারের সময় যশোর বিভাগের বাস্তবতার প্রতি কোন নজর দেওয়া হয় নাই এই কারণে যশোরবাসী হতাশ হয়েছে। যশোর বিভাগ বাস্তবায়ন পরিষদের আহবায়ক মোঃ আবু তোহা বলেন উপমহাদেশের প্রথম জেলা প্রতিষ্ঠিত হয়েছিল যশোরে ১৭৮১ সালে, বাংলাদেশের প্রথম স্বাধীন জেলা যশোর। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেনানিবাস যশোরে অবস্থিত। যশোরের বেনাপোল ও নোয়াপাড়া বন্দর থেকে সরকারের রাজস্ব আয় হয় হাজার হাজার কোটি টাকা। প্রতিদিন ঢাকায় যে সবজি আসে তার বেশিরভাগ যশোরের থেকে আসে। যশোরের গদখালী ফুলের রাজধানী হিসেবে পরিচিত। সারা বাংলাদেশের মাছের রেনু পোনা সরবরাহ করা হয় যশোরের চাঁচড়া থেকে। খুলনা বিভাগের একমাত্র বিমানবন্দর যশোরে অবস্থিত যশোরে রয়েছে একটি শিক্ষা বোর্ড। যশোরে রয়েছে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান যশোরের সাগর দাড়িতে। এতকিছু থাকা সত্ত্বেও যশোর উন্নয়ন থেকে পিছিয়ে আছে সেই কারণে যশোরবাসী মনে করে উপমহাদেশের সব থেকে প্রাচীন জেলা যশোর এবং কুষ্টিয়ার মোট সাতটি জেলা নিয়ে অবিলম্বে যশোর বিভাগের ঘোষণা দেয়া হোক। যশোর বিভাগ প্রতিষ্ঠিত হলে এ বিভাগের অন্তর্গত যশোর, নড়াইল, মাগুরা,ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার সার্বিক উন্নয়ন সম্ভব হবে।




