আমিরাতের বিশাল ঘোষণা ভিজিট ভিসা নিয়ে
বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের আকৃষ্ট করতে গত কয়েক বছর ধরে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। এবার ভিজিট ভিসা নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস শুক্রবার (২ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে, যেসব পর্যটক আরব আমিরাতে ৩০ দিন বা ৬০ দিনের পর্যটন বা ভিজিট ভিসা নিয়ে আসবেন, তারা চাইলে আমিরাতে অবস্থান করার সময়ই এ ভিসার মেয়াদ আরও ৩০ দিন বাড়াতে পারবেন।
মূলত যারা আমিরাতের সৌন্দর্য্য আরও বেশি উপভোগ বা অন্যান্য কাজ সম্পন্ন করতে চান— তাদের কথা চিন্তা করেই এ সিদ্ধান্ত নিয়েছে ফেডারেল অথরিটি ফর আইডেনটিটি অ্যান্ড সিটিজেনশিপ (আইসিএ) এবং জেনারেল ডাইরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স (জিডিআরএফএ)।
গত বছরের অক্টোবর থেকে ভিসা প্রক্রিয়ায় ব্যাপক পরিবর্তন আনা শুরু করে আরব আমিরাত। ওই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত ভিজিট ভিসাতেও অনেক পরিবর্তন এসেছে।
আমিরাতের ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপের (আইসিপি) তথ্য অনুযায়ী, যেসব ব্যক্তির কাছে ৩০ অথবা ৬০ দিনের ভিজিট ভিসা আছে তারা এখন চাইলে দেশটিতে আরও ৩০ দিন অবস্থান করতে পারবেন। যা সর্বোচ্চ ১২০ দিন পর্যন্ত বাড়ানো যেতে পারে।
তবে ভিজিট ভিসাধারীরা এক বছরের মধ্যে ১২০ দিনের বেশি আমিরাতে অবস্থান করতে পারবেন না।
কীভাবে ভিসার মেয়াদ বাড়ানো যাবে
যদি কোনো পর্যটক বা দর্শনার্থী ভিসার মেয়াদ বাড়াতে চান, তাহলে ট্রাভেল এজেন্ট অথবা স্পন্সরের সঙ্গে যোগাযোগ করতে হবে বলে জানিয়েছেন অ্যারিবিয়ান বিজনেস সেন্টারের অপারেশনাল ম্যানেজার ফিরোজ খান।
তিনি বলেছেন, ‘আপনার স্পন্সর অথবা ট্রাভেল এজেন্ট যিনি ভিসা দিয়েছেন তিনিই এটির মেয়াদ বাড়ানো সম্পর্কে আপনাকে তথ্য দিতে পারবেন। এটি গুরুত্বপূর্ণ যে, ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই মেয়াদ বৃদ্ধির আবেদন করতে হবে, যেন এই প্রক্রিয়া শেষ হতে পর্যাপ্ত সময় পাওয়া যায়,
কি কি কাগজপত্র লাগবে
অবশ্যই পাসপোর্ট লাগবে। আর কি কি কাগজ লাগবে সেটি ট্রাভেল এজেন্ট বিস্তারিত জানাতে পারবেন।
ভিসার মেয়াদ বাড়াতে কত সময় লাগবে
মেয়াদ বৃদ্ধির আবেদন করার কয়েকদিনের মধ্যেই এটি সম্পন্ন হবে। যদিও আইসিপির ওয়েবসাইটে লেখা আছে, ‘প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার পর ৪৮ ঘণ্টার মধ্যেই ভিসার মেয়াদ বৃদ্ধির কাজ সম্পন্ন হয়।’
আবেদন ফি কত
ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন ফি হলো ১ হাজার ৫০ দিরহাম। যা বাংলাদেশি অর্থে প্রায় ৩১ হাজার টাকা।
এমকে