বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সাথে চীনা সংস্থার চুক্তি স্বাক্ষর

আবু তোহা বিশেষ প্রতিনিধিঃ
“বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ” এবং “চীনের আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থা” এর মধ্যে চুক্তি স্বাক্ষর
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
সেতু বিভাগের সম্মেলন কক্ষে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন ৬ষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী (মুক্তারপুর সেতু) সেতুর সংস্কার কাজের জন্য “বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ” এবং “চীনের আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থা” এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবদুর রউফ, সচিব, সেতু বিভাগ ও নির্বাহী পরিচালক, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সেতু বিভাগের সচিব বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মুহাম্মদ ফাওজুল কবির খান জনজীবনে যাতায়াতের ক্ষেত্রে স্বস্তি, সময় সাশ্রয় ও সেবা সহজিকরণ করার বিষয়ে সদয় নির্দশনা প্রদান করেছেন। তাঁর নিদেশনার আলোকে ৬ষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী (মুক্তারপুর সেতু) সেতু সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেতুটির সংস্কার চীনের অর্থায়নে সম্পন্ন হবে। অনুষ্ঠানে সচিব মহোদয় আরও বলেন, এ চুক্তির মাধ্যমে সেতুটির সংস্কার সম্পন্ন হলে দ্রুত ও নির্বিঘ্নে যানবাহনগুলো উক্ত সেতু দিয়ে চলাচল করতে পারবে এবং জনজীবনের দুর্ভোগ লাঘব হবে। সংস্কার কাজের সময় ট্রাফিক ব্যবস্থাপনার ক্ষেত্রে সচিব মহোদয় স্থানীয় জনগণ এবং গাড়িরচালকসহ সবার সহযোগিতা কামনা করেন। ‘বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ’ এর পক্ষে প্রধান প্রকৌশলী কাজী মো: ফেরদাউস এবং এবং চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থার পক্ষে মহাপরিচালক জনাব জহাং গুনবিন (Mr. Zhang Guanbin) চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়াও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তা এবং চীনা দূতাবাস ও উক্ত সেতু সংস্কার সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।