প্রবাসীদের এনআইডি জটিলতা নিরসনে কাজ চলছে
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসের কাউন্সিলর ইসরাত জাহান বলেছেন, যুক্তরাষ্ট্রের বসবাসকারী প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিরসনে কাজ চলছে। বিষয়টি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিতভাবে জমা দেওয়া হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে আমেরিকান প্রবাসীদের এ সমস্যা সমাধান করা হবে।
শুক্রবার (২৭ অক্টোবর ) নিউ ইয়র্ক ব্রুকলিন, ৫০৪ ম্যাকডোনাল এভিনিউ ওসা স্কুলের হলরুমে নিউইয়র্কে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সংগঠন ' আমেরিকা বাংলাদেশ সাংবাদিক ফোরাম (এবিএসএফ) এর অভিষেক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় সংগঠনটির ৯ সদস্য বিশিষ্ট ২০২৩-২০২৪ (দুই বছরের) কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
ইসরাত জাহান বলেন, আমেরিকান প্রবাসীরা বাংলাদেশে বিপুল পরিমাণে রেমিটেন্স পাঠাচ্ছেন। তাদের কষ্টের অর্জিত অর্থ বাংলাদেশের উন্নয়নে সহায়ক হচ্ছে। প্রবাসীদের সুবিধা অসুবিধা দেখা আমাদের দায়িত্ব। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। কনসুলার অফিসে সেবা প্রত্যাশীদের প্রয়োজনে কাজে এসে কেউ যতে ভোগান্তির শিকার না হয় সেদিকে আমরা সর্বদা সচেষ্ট। সেবার মান আরো কিভাবে বাড়ানো যায় সে বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকার কাজ করছে ।
বিশিষ্ট কলামিস্ট সামসুউদ্দীন আজাদের সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন হাওলাদারের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মোসলিম সেন্টারের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আবুল হাসেম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি লিডার মামুনুর রশীদ মামুন , কমিউনিটি লিডার জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী সোলতান আহম্মেদ, ব্যবসায়ী মোহাম্মদ পারভেজ, ওয়া স্কুলের সত্বাধিকারি ইয়াসের আরাফাতসহ আরো অনেকে।
পূর্ণাঙ্গ এই কমিটিতে এসএ টিভি'র যুক্তরাষ্ট্র প্রতিনিধি শরীফ উদ্দীন সন্দ্বীপি কে সভাপতি এবং একুশে টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার আউয়াল চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি বিশিষ্ট কলামিস্ট সামসুউদ্দীন আজাদ । এতে সহ সভাপতি হয়েছেন জাগো নিউজের সিনিয়র রিপোর্টার মুরাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দ্যা বিজনেস পোষ্ট পত্রিকার সিনিয়র রিপোর্টার শাহীন হাওলাদার এবং সাবেক এটিএন বাংলার সাংবাদিক আলমগীর কবির কোষাধ্যক্ষসহ কমিটি ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। অভিষেক অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির ৯ জনের নাম ঘোষণা করা হয়।
এসএএস