কেনের জন্য আরও বড় প্রস্তাব দেবে বায়ার্ন
ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেনকে দলে পেতে যেন মরিয়া হয়ে উঠেছে জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখ। ২৯ বছর বয়েসী এই স্ট্রাইকারকে নিজেদের করে নিতে এরইমাঝে দুইদফায় বিড করেছিল বাভারিয়ানরা। দুটো অফারই ফিরিয়ে দিয়েছেন টটেনহ্যাম। এবার তৃতীয় দফায় বিড করতে চলেছে তারা।
আর হ্যারি কেনের প্রতি বায়ার্নের এমন আগ্রহের ফলে কিছুটা হলেও বিরক্তি প্রকাশ করেছেন টটেনহাম কোচ অ্যাঞ্জে পোস্তেকগলু। প্রাক–মৌসুম পর্ব শুরু হয়ে গেলেও এখন পর্যন্ত কোন পরিকল্পনাই সাজানো হচ্ছে না তার। দলের প্রধান স্ট্রাইকারের থাকা কিংবা না থাকার উপরেই নির্ভর করছে অনেক কিছু।
২০১১ সালে স্পার্সদের হয়ে যাত্রা শুরু করেন কেন। বয়স বর্তমানে ২৯। লন্ডনের ক্লাবটির সাথে চুক্তি আছে আরও এক মৌসুম। এমন অবস্থায় এই ইংলিশ স্ট্রাইকারের জন্য অন্তত ১০০ মিলিয়ন পাউন্ড দাবি করে বসেছে টটেনহ্যাম।
তবে ত্রিশের কোঠায় চলে যাওয়া স্ট্রাইকারের জন্য এত বড় অঙ্কের অর্থ খরচ করতে নারাজ জার্মান ক্লাবটি। আগের দুবার তাদের প্রস্তাব ছিল যথাক্রমে ৭০ ও ৮০ মিলিয়ন পাউন্ড। দুটো প্রস্তাবই ফিরিয়ে দিয়েছে তারা। বাধ্য হয়েই নতুন আরেকটি প্রস্তাব দেয়ার পরিকল্পনায় আছে বায়ার্ন মিউনিখ।
লন্ডনের দ্য টাইমস জানিয়েছে, প্রাক মৌসুমের খেলা শেষ করে টটেনহাম দেশে ফিরলে বায়ার্ন তৃতীয় প্রস্তাব দিবে। মূলত স্ট্রাইকার সঙ্কট কাটানোর জন্যই এত মরিয়া হয়ে কেনকে চাইছে তারা। সামনের মৌসুমের জন্য একজন গোলস্কোরার খুঁজছে বায়ার্ন।
গত বছর রবার্ট লেভানডস্কি বার্সেলোনায় চলে যাওয়ার পর লিভারপুল থেকে সাদিও মানেকে কিনে নিয়েছিলো বাভারিয়ানরা। তবে বায়ার্নে গিয়ে যেন হারিয়ে গিয়েছেন মানে। সেইসাথে সতীর্থদের সাথে হাতাহাতি করে পরিস্থিতিও খারাপ করেছেন। ধারণা করা হচ্ছে, এবছরেই ক্লাব ছাড়বেন মানে। গন্তব্য হতে পারে সৌদি আরবে রোনালদোর ক্লাব আল-নাসর।
এমন অবস্থায় হ্যারি কেনের জন্য বাড়তি চেষ্টাই করছে জার্মান ক্লাবটি। তবে কেন নিজেও চান জার্মানিতে পা রাখতে। গুঞ্জন আছে, এরইমাঝে নাকি মিউনিখ শহরে বাড়ি দেখা শুরু করেছেন কেনের স্ত্রী। সবমিলিয়ে এই গ্রীষ্মেই বায়ার্নের জার্সিতে দেখা যেতে পারে হ্যারি কেনকে।
কেএইচ