আমেরিকা বাংলাদেশ সাংবাদিক ফোরামের সহ-সভাপতি হলেন মুরাদ হুসাইন
নিউইয়র্কে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সংগঠন ‘ আমেরিকা বাংলাদেশ সাংবাদিক ফোরাম (এবিএসএফ) এর সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জাগো নিউজের মুরাদ হুসাইন।
শুক্রবার (২৭ অক্টোবর ) নিউ ইয়র্ক ব্রুকলিনের ৫০৪ ম্যাকডোনাল এভিনিউতে ওসা স্কুলের হলরুমে সংগঠনটির ২০২৩-২০২৪ সেশনের জন্য ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সহ-সভাপতি নির্বাচিত হন বর্ষীয়ান এই প্রতিবেদক। নতুন এ কমিটির অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসের কাউন্সিলর ইসরাত জাহান।
মুরাদ হুসাইন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। লেখালেখির হাতেখড়ি ছাত্র জীবন থেকেই। বর্তমানে তিনি সাংবাদিকতা পেশায় রয়েছেন। পেশাগত জীবনের শুরুতে তিনি আমাদের সময়, দৈনিক ডেসটিনি, আমাদের অর্থনীতি এবং প্রতিদিনের সংবাদে কাজ করেছেন। বর্তমানে তিনি জাগোনিউজ২৪.কম এ কর্মরত রয়েছেন। তিনি মূলত শিক্ষা,অনুসন্ধান, জলবায়ু এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে লিখতে পছন্দ করেন। এছাড়াও দুর্নীতি ও অনিয়ম বিষয়ক প্রতিবেদন লেখার প্রতি ঝোঁক রয়েছে তার। সরেজমিন প্রতিবেদন লেখার ক্ষেত্রে তার ভিন্ন দৃষ্টিভঙ্গী, দক্ষতা ও লেখনির মুন্সিয়ানা সবার প্রশংসা কুড়িয়েছে। বিশ্ব জলবায়ু সম্মেলন, জাতিসংঘের সম্মেলনসহ আন্তর্জাতিক অনেক সম্মেলনে সরাসরি সংবাদ সংগ্রহ করেছেন তিনি।
অনুষ্ঠানে ইসরাত জাহান বলেছেন, যুক্তরাষ্ট্রের বসবাসকারী প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিরসনে কাজ চলছে। বিষয়টি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিতভাবে জমা দেওয়া হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে আমেরিকান প্রবাসীদের এ সমস্যা সমাধান করা হবে।
তিনি বলেন, আমেরিকান প্রবাসীরা বাংলাদেশে বিপুল পরিমাণে রেমিটেন্স পাঠাচ্ছেন। তাদের কষ্টের অর্জিত অর্থ বাংলাদেশের উন্নয়নে সহায়ক হচ্ছে। প্রবাসীদের সুবিধা অসুবিধা দেখা আমাদের দায়িত্ব। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। কনসুলার অফিসে সেবা প্রত্যাশীদের প্রয়োজনে কাজে এসে কেউ যতে ভোগান্তির শিকার না হয় সেদিকে আমরা সর্বদা সচেষ্ট। সেবার মান আরো কিভাবে বাড়ানো যায় সে বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকার কাজ করছে ।
বিশিষ্ট কলামিস্ট সামসুউদ্দীন আজাদের সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন হাওলাদারের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মোসলিম সেন্টারের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আবুল হাসেম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি লিডার মামুনুর রশীদ মামুন , কমিউনিটি লিডার জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী সোলতান আহম্মেদ, ব্যবসায়ী মোহাম্মদ পারভেজ, ওয়া স্কুলের সত্বাধিকারি ইয়াসের আরাফাতসহ আরো অনেকে।
এসএএস