ফেরদৌসী রহমানের জন্ম,আজকের এই দিনে
ফেরদৌসী রহমান একজন বাংলাদেশী কণ্ঠশিল্পী। প্রায় পাঁচ দশক ধরে তার সংগীত জগতে পদচারণা চলছে। পল্লীগীতি, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, আধুনিকসহ সব ধরনের গানই তিনি করেছেন।
১৯৪১ সালের ২৮ জুন ব্রিটিশ ভারতের কোচবিহারে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা ছিলেন পল্লীগীতি গায়ক আব্বাস উদ্দিন। ছোটবেলায় গানে হাতে খড়ি হয় তার পিতার কাছে। পরবর্তীতে ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরু, ইউসুফ খান কোরেইশী, কাদের জামেরী, গুল মোহাম্মদ খান প্রমূখ সংগীতজ্ঞের কাছে তালিম নিয়েছেন। খুব অল্প বয়স থেকে তিনি মঞ্চে পারফরম্যান্স শুরু করেন। মাত্র ৮ বছর বয়সে রেডিওতে খেলাঘর নামের অনুষ্ঠানে অংশ নেন।
১৯৬০ সালে ‘আসিয়া’ নামের চলচ্চিত্রে তিনি প্রথম নেপথ্য কণ্ঠদান করেন। ৬০ ও ৭০-এর দশকের বহু চলচ্চিত্রে তিনি নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে যুক্ত ছিলেন। তার প্লে ব্যাক করা চলচ্চিত্রের সংখ্যা ২৫০-এর কাছাকাছি। ১৯৪৮ সালে তিনি প্রথম রেডিওতে গান করেন। তখন তিনি রবীন্দ্রসংগীত গাইতেন। ১৯৫৬ সালে তিনি প্রথম বড়দের অনুষ্ঠানে গান করেন। ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর তিনি বাংলাদেশ টেলিভিশনের উদ্বোধনী অনুষ্ঠানে গান করেন। ১৯৫৭ সালে তিনি প্রথম গান রেকর্ড করেন এইচ এম ভি থেকে।
১৯৬০ সালে ফেরদৌসী রহমান ইউনেস্কো ফেলোশীপ পেয়ে লন্ডনের ট্রিনিটি কলেজ অব মিউজিক থেকে ৬ মাসের সঙ্গীতের ওপর স্টাফ নোটেশন কোর্স সম্পন্ন করেন। ৩টি লং প্লেসহ প্রায় ৫০০টি ডিস্ক রেকর্ড এবং দেড় ডজনের বেশি গানের ক্যাসেট বের হয়েছে তার। তার মাত্র ১টি সিডি বের হয়েছে ‘এসো আমার দরদী’। এ পর্যন্ত প্রায় ৫ হাজার গানের রেকর্ড হয়েছে তার। তিনি বাংলাদেশের প্রথম মহিলা সংগীত পরিচালক। ১৯৬০ সালে রবীন ঘোষের সঙ্গে ‘রাজধানীর বুকে’ নামক চলচ্চিত্রে সংগীত পরিচালনা করেন। এছাড়াও তিনি বাংলাদেশ টেলিভিশনে এসো গান শিখি অনুষ্ঠান পরিচালনা করতেন।
তার উল্লেখযোগ্য কিছু গান: কথা বলো না বলো ওগো বন্ধু, আমি কার জন্য পথ চেয়ে রব, আমি রুপনগরের রাজকন্যা, প্রাণ সখিরে ঐ শোন কদম্বতলে, যে জন প্রেমের ভাব জানে না, আমি সাগরেরও নীল নয়নে মেখেছি, ও মোর সোনার বন্ধুরে, পদ্মার ঢেউ রে, যার ছায়া পড়েছে মনের আয়নাতে, ও কী ও বন্ধু কাজল ভ্রমরা, গান হয়ে এলে, যেন একমুঠো রজনীগন্ধা, কি করে তোমাকে ভুলবো, ওকি গাড়িয়াল ভাই ইত্যাদি।
তার উল্লেখযোগ্য কিছু গান: কথা বলো না বলো ওগো বন্ধু, আমি কার জন্য পথ চেয়ে রব, আমি রুপনগরের রাজকন্যা, প্রাণ সখিরে ঐ শোন কদম্বতলে, যে জন প্রেমের ভাব জানে না, আমি সাগরেরও নীল নয়নে মেখেছি, ও মোর সোনার বন্ধুরে, পদ্মার ঢেউ রে, যার ছায়া পড়েছে মনের আয়নাতে, ও কী ও বন্ধু কাজল ভ্রমরা, গান হয়ে এলে, যেন একমুঠো রজনীগন্ধা, কি করে তোমাকে ভুলবো, ওকি গাড়িয়াল ভাই ইত্যাদি।
এমকে