কঠোর তল্লাশির পরে কেন্দ্রে প্রবেশ করছেন পরীক্ষার্থীরা
বেলা ১১টায় শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা। শুক্রবার (১৬ জুন) ঢাকার ১৪টি কেন্দ্রে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এ বছরের ভর্তি পরীক্ষার আনুষ্ঠানিকতা শুরু হবে। ইতোমধ্যে ভেতরে প্রবেশ করার জন্য পুরুষ ও নারী আলাদা দুটি সারিতে চলছে তল্লাশি কার্যক্রম।
সরেজমিনে ঢাকা কলেজ কেন্দ্র ঘুরে দেখা যায়, পরীক্ষায় অংশ নিতে ইতোমধ্যেই ভর্তিচ্ছুদের কেন্দ্রে প্রবেশের প্রক্রিয়া শুরু হয়েছে। ফটকের সামনে পরীক্ষার্থীদের দীর্ঘ লাইন। ভেতরে প্রবেশ করার জন্য পুরুষ ও নারী আলাদা দুটি সারিতে চলছে তল্লাশি কার্যক্রম। কেন্দ্রের মূল অংশে শুধুমাত্র ভর্তিচ্ছুরা বা পরীক্ষার্থী যারা রয়েছেন তারাই প্রবেশ করতে পারছেন। এক্ষেত্রে মূল ফটকে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা, স্বেচ্ছাসেবী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে কঠোর তল্লাশি করা হচ্ছে। মূল ফটকের পরও আরও দুই ধাপে পরীক্ষার্থীদের তল্লাশি কার্যক্রম চলছে। ভর্তিচ্ছুরা যেন কোনোভাবেই মোবাইল ফোন, ক্যালকুলেটর, বই ও কাগজপত্র (প্রবেশপত্র ছাড়া), ইলেক্ট্রনিক ডিভাইস সংবলিত ঘড়ি ও কলম, ভিসা কার্ড, মাস্টার কার্ড, এটি এম কার্ডসহ অবৈধ কোনো কিছু নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারেন সে বিষয়টি নিশ্চিত করা হচ্ছে।
গেটে দায়িত্বরত ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আবদুল কুদ্দুস সিকদার বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ স্বচ্ছতা নিরপেক্ষতা বজায় রেখে শিক্ষার্থীদের কেন্দ্রের প্রবেশ করানোর প্রক্রিয়া শুরু হয়েছে। কোনো পরীক্ষার্থী যেন আচরণবিধির লঙ্ঘন করতে না পারেন সেদিকে কঠোর নজরদারি রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো প্রকার অনভিপ্রেত ঘটনা এড়াতে কেন্দ্রের সামনে ও ভেতরে পর্যাপ্ত পুলিশের রয়েছে।বিশৃঙ্খলা এড়াতে গেটে প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। আমরা আশা করছি সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অপরদিকে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সাত কলেজের তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য এ বছর আবেদন জমা পড়েছে ১ লাখ ১ হাজার ২৯ টি। এর মধ্যে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে ৩৮ হাজার ৪৯৫ জন, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ ৩৭ হাজার ২৮২ জন এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে ২৫ হাজার ২৫২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন।
বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১৭ জুন (শনিবার) এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা ২৪ জুন (শনিবার) অনুষ্ঠিত হবে।
কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি ও বিভাগসমূহে ভর্তির শর্তাবলী—
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজকের ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের মধ্যে পাস নম্বর ৪০। যারা ৪০ এর কম পাবে তাদের ভর্তির জন্য বিবেচনা করা হবে না। সকল কলেজের ক্ষেত্রে যারা বাংলা অথবা ইংরেজি বিষয়ে ভর্তি হতে ইচ্ছুক ভর্তি পরীক্ষায় তাদের সংশ্লিষ্ট
বিষয়ে কমপক্ষে ১০ নম্বর পেতে হবে। পরিসংখ্যান ও গণিত বিষয়ে ভর্তির জন্য এইচএসসি পর্যায়ে গণিত থাকতে হবে। অর্থনীতি বিভাগ ও বিজনেস স্টাডিজ অনুষদের সকল বিভাগের ক্ষেত্রে এইচএসসি পর্যায়ে গণিত/অর্থনীতি থাকতে হবে।
পরিসংখ্যান ইসলামিক স্টাডিজ বিষয়ে যারা ভর্তি হতে ইচ্ছুক, তাদেরকে দাখিল বা মাধ্যমিক এবং আলিম বা উচ্চ মাধ্যমিক পর্যায়ে ইসলাম শিক্ষা বা আরবি থাকতে হবে।
আরবি বিষয়ে ভর্তি হতে ইচ্ছুক তাদেরকে দাখিল পরীক্ষায় আরবি বিষয়ে ন্যূনতম 'বি' গ্রেড; আলিম/ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আরবি/ইসলামি শিক্ষা/ বাংলা/ইংরেজি বিষয় থাকতে হবে।
এছাড়াও অন্যান্য বিষয়সমূহে ভর্তির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৪০% নম্বর থাকতে
হবে।
এমকে