কিয়ামতের দিন যে নবীদের কাছে সুপারিশ চাইতে গিয়ে ফিরে আসবেন মুমিনরা
হজরত আনাস ইবনে মালিক রা. থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেন—
ঈমানদারদেরকে কিয়ামাতের দিন আবদ্ধ করে রাখা হবে। অবশেষে তারা অস্থির হয়ে যাবে এবং বলবে, আমরা যদি আমাদের রবের কাছে কারো মাধ্যমে শাফায়াত করাই যিনি আমাদের স্বস্তি দান করেন।
তারপর তারা আদম আ.-এর কাছে এসে বলবে, আপনিই তো সে আদম, যিনি মানব জাতির পিতা, আল্লাহ আপন হাত দিয়ে আপনাকে সৃষ্টি করেছেন। আপনাকে বসবাসের সুযোগ দিয়েছেন তাঁর জান্নাতে, ফেরেশতাদের দিয়ে আপনাকে সিজদা করিয়েছেন এবং আপনাকে সব জিনিসের নাম শিক্ষা দিয়েছেন। আমাদের এ জায়গা থেকে মুক্তি লাভের জন্য আপনার সেই রবের কাছে শাফায়াত করুন।
তখন আদাম আ. বলবেন, আমি তোমাদের এ কাজের জন্য নই। নবী নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেন, এরপর তিনি নিষেধকৃত গাছের ফল খাওয়ার ভুলের কথাটি উল্লেখ করবেন। তিনি বলবেন, বরং তোমরা নূহ আ. -এর কাছে যাও, যিনি পৃথিবীবাসীদের জন্য প্ররিত নবীগনের মধ্যে প্রথম নবী।
তারপর তারা নূহ আ. -এর কাছে এলে তিনি তাদেরকে বলবেন, আমি তোমাদের এ কাজের জন্য নই। আর তিনি না জেনে তাঁর রবের কাছে প্রার্থনার ভুলের কথাটি উল্লেখ করবেন এবং বলবেন বরং তোমরা রাহমানের একনিষ্ট বন্ধু ইবরাহীমের কাছে যাও। নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেন, এরপর তারা ইবরাহীম আ.-এর কাছে আসবে। তখন ইবরাহীম আ. বলবেন—
আমি তোমাদের এ কাজের জন্য নই। আর তিনি এমন তিনটি কথা উল্লেখ করবেন যেগুলো আসল ব্যাপারের উল্টো ছিল। পরে বলবেন, তোমরা বরং মূসা আ. -এর কাছে যাও তিনি আল্লাহর এমন এক বান্দা যাঁকে আল্লাহ তাওরাত দিয়েছিলেন, তাঁর সঙ্গে কথা বলেছিলেন এবং গোপন কথাবার্তার মাধ্যমে তাঁকে নৈকট্য দান করেন। নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেন, সবাই তখন মূসা আ. -এর কাছে আসবে।
তিনিও বলবেন, আমি তোমাদের এ কাজের জন্য নই। এবং তিনি হত্যার ভুলের কথা উল্লেখ করবেন। তিনি বলবেন, তোমরা বরং ঈসা আ. -এর কাছে যাও। যিনি আল্লাহর বান্দা ও তাঁর রসূল এবং তাঁর রূহ ও বাণী। নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেন, তারা সবাই তখন ঈসা আ.-এর কাছে আসবে।
ঈসা আ. বলবেন, আমি তোমাদের এ কাজের জন্য নই। তিনি বলবেন, তোমরা বরং মুহাম্মাদ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম-এর কাছে যাও। তিনি আল্লাহর এমন এক বান্দা যাঁর আগের ও পরের ভুল তিনি ক্ষমা করে দিয়েছেন।
নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেন, তখন তারা আমার কাছে আসবে। আমি তখন আমার রবের কাছে উপস্থিত হবার অনুমতি চাইব। আমাকে তাঁর কাছে যাওয়ার অনুমতি দেয়া হবে। তাঁর দর্শন লাভের সঙ্গে সঙ্গে আমি সিজদায় পড়ে যাবো। তিনি আমাকে সে হালতে যতক্ষণ চাইবেন রাখবেন।
তারপর আল্লাহ বলবেন, মুহাম্মাদ! মাথা ওঠান; বলুন, আপনার কথা শোনা হবে, শাফাআত করুন, কবুল করা হবে, চান, আপনাকে দেওয়া হবে।
নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বললেন, তখন আমি আমার মাথা ওঠাবো। তারপর আমি আমার প্রতিপালকের এমন স্তব ও স্তুতি করবো যা তিনি আমাকে শিখিয়ে দেবেন। অতঃপর আমি সুপারিশ করবো, তবে আমার জন্য একটা সীমা নির্দিষ্ট করে দেয়া হবে। আমি বের হয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো।
(সহিহ বুখারি, হাদিস : ৭৪৪০)
ডিআর