জননেতা তরিকুল ইসলামের জীবনের উপর গ্রন্থ রচনার তাগিদ বিএনপি মহাসচিবের

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী দক্ষিণবঙ্গের উন্নয়নের কারিগর জননেতা তরিকুল ইসলামের জীবনের উপর গ্রন্থ রচনার তাগিদ দিয়েছেন। তিনি আজ বিকাল তিনটায় যশোর টাউন হল ময়দানে বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন জননেতা তরিকুল ইসলাম শুধু একজন ব্যক্তি নন তিনি একটি প্রতিষ্ঠান। দেশের যে কোন সংকটে অথবা দলের যেকোনো দুঃসময়ে জননেতা তরিকুল ইসলাম এগিয়ে গিয়েছেন কখনো পিছপা হন নাই। স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে দলের যেকোন সংকটে তরিকুল ইসলাম অগ্রণী ভূমিকা রেখে গেছেন। দক্ষিণ বঙ্গের উন্নয়নে তার অবদান অনস্বীকার্য উন্নয়নের এমন কোন ক্ষেত্র নাই যেখানে তরিকুল ইসলামের হাত নাই। বর্তমান সংকটময় মুহূর্তে জননেতা তরিকুল ইসলামের শূন্যতা প্রতিমুহূর্তে স্মরণ করতে হচ্ছে। যশোর টাউন হল ময়দানে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতি ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম , বিএনপি কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত , কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, সাবেরা নাজমুল মুন্নি, আবুল হোসেন আজাদ ও কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জিলা বিএনপি'র সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। অনুষ্ঠানে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। স্মরণ সভা উপলক্ষে যশোর জেলার বিভিন্ন উপজেলা ইউনিয়ন ও গ্রাম থেকে বিএনপি নেতাকর্মীরা যশোর টাউন হল ময়দানে উপস্থিত হয়েছিল।




